Hyperparathyroidism
Hyperparathyroidism
#Hyperparathyroidism এ চারটা main Features পাওয়া যায়। তারা হলো,
#Bones,#Stones ,#Groans , #Moans
❤️Bones for #Bone_pain . Parathyroid hormone Bones থেকে Ca ভেঙ্গে Blood এ নিয়ে আসে। তাই Bone এ #Osteoporosis এবং Bone pain .
💚Stones for #Renal_stones , Hypercalcemia এর কারনে Renal Tubule দিয়ে Calcium বেশি যাতায়াত করে। এবং সেগুলো জমে জমে Stone formation করে।
💜Groans for #Constipation : ধারনা করা হয় Urine দিয়ে calcium বেশি যাবার কারনে সাথে সাথে কিছু পানিও চলে যায়,এতে Relative dehydration হয়। তাই Constipation হয়। এছাড়া Calcium এর Homeostatis নষ্ট হবার কারনে Action potential বিঘ্নিত হয়। তাই intestinal peristalsis ভাল হয় না।
💙Moans for #Psychic_Moans : Hypercalcemia এর কারনে Ca homeostasis নষ্ট হয়ে যায়। যার ফলে Brain এর Neuron গুলোতে Action potential Disturbance হয়। সেখান থেকে হয় psychosis
No comments