Arrythmia
Arrythmia
👳♀️ : সাইজি, মেডিকেল সাইন্স নিয়ে এই দাসিরে কিছু দিক্ষা দ্যান!
👳🏻♂️ : ওরে পাগলি , বল কি শিখবি?
👳♀️ : আপনি যা শেখান সাইজি! এ দাসি চিরকাল আপনার চরণে পরে রইবে।
👳🏻♂️ : ওরে মুখপুড়ি বল দেখি #Arrythmia তে Rythm control করতে আমরা কি করি?
👳♀️ : সাই গো #DC_Shock স্মরণে আসে যে।
👳🏻♂️ : বুঝেছি। তুই জ্ঞানের ফাদে পরেছিস। 😁
বল দেখি কোন arrythmia তে DC shock আগেই দিব না।
👳♀️ : সাই তোমার ঐ গান টা স্মরণ হলো গো
heart এর মাঝে ধরপরানি( Atrial Fibrillation) , সেথায় এক #Thrombus বসবাস করে, আমি একদিনো না DC shock দিলাম তারে!!!
👳🏻♂️ : ওরে তুই তো সিদ্ধি লাভ করেছিস রে কুহকীনি ! ঠিকই বলেছিস । এইটা হলো Atrial Fibrillation ! #Atril_fibrillation এ Arrythmia হলেও আমরা DC shock দেই না। কারন AF এ atrium এ stasis হয়ে Thrombus formation হয়। তাই Shock দিলে সেই Thrombus গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়েCoronary , carotid এইসব অচিন দরজায় গিয়ে আটকায়ে যায় । তাই MI , Stroke এইগুলা হতে পারে।যার পরিনতি
" খাচার ভেতর অচিন পাখি , কেমনে আসে যায়?!
👳♀️ : সাই গো এবার উপায়???
👳🏻♂️ : ওরে নির্বোধ! আগে ৪ সপ্তাহ anticoagulant দিয়ে thrombus formation থামায়ে দিবি। তারপর দিবি Shock !
👳♀️ : সাইজি এবার একটু আশিষ দাও। প্রফ টা যেন পাশ করি!
👳🏻♂️ : দোয়া দিয়ে কাজ হইবো না পড়াশোনা কর!
"সব লোকে কয় ডাক্তার কি জাত সংসারে!
লালন বলে প্রফের কি রুপ দেখলাম না এ নজরে!!!"
No comments